মো. নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জোবাইদুল (১৬) নামের এক কিশোর মিশুক গাড়ী চালককে পুকুরের পানিতে ফেলে দিয়ে মিশুকগাড়ী ছিনতাই করে পালিয়েছে এক অজ্ঞাতনামা ছিনতাইকারী।
ঘটনাটি ঘটে সোমবার (১০ জুন) রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে। ভূক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায় সোমবার সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় নওদাবশ গ্রামের আঃ সালামের ছেলে জোবাইদুল তার ০১ টি ব্যাটারী চালিত মিশুক চার্জার গাড়ী নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাড়ী হতে বের হয়ে স্থানীয় খড়িবাড়ী বাজারে আসে। একই তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ০১ জন লোক খড়িবাড়ী হতে বালারহাট যাওয়ার জন্য তাকে ভাড়া করে। পরবর্তীতে বিভিন্ন তালবাহানায় ঐ অজ্ঞাতনামা ব্যক্তি জোবাইলদুলের ব্যাটারী চালিত মিশুক চার্জার গাড়ীযোগে বিভিন্ন স্থানে যাতায়ত করার একপর্যায়ে একই তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় বালারহাট বাজার হতে খড়িবাড়ী বাজার আসার পথে শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার ছড়ারপাড় ঈদগাহ মাঠে পৌছালে অটোগাড়ী থামানোর জন্য বলে। জোবাইদুল তার মিশুক চার্জারগাড়ী সেখানে থামালে, অজ্ঞাতনামা ছিনতাইকারী চেতনানাশক ঔষধ মিশ্রিত আমের জুস খাওয়ায়। জুস খাওয়ার পর কিছুক্ষনের মধ্যে জোবাইদুলের চোখে ঘুম ঘুম ভাব চলে আসলে, সে দ্রুত তার গাড়ী নিয়ে খড়িবাড়ী বাজারের উদ্দেশ্যে রওনা করলে, অজ্ঞাতনামা ছিনতাইতারী কৌশলে জোবাইদুলকে ধাক্কা দিয়ে ছড়ারপাড় ঈদগাহ মাঠের পূর্ব দিকের পুকুরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে ব্যাটারী চালিত মিশুক গাড়ী নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জোবাইদুলকে পুকুর হতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রাম এ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়।
এ বিষয়ে এলাকাবাসী জানায় যে, বর্তমানে ফুলবাড়ীতে প্রায় দিনেই এরকম ঘটনা ঘটছে। অটোগাড়ী, মোবাইল ছিনতাই সহ বাড়ীতে বাড়ীতে চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে। আইন শৃংঙ্খলা বাহীনির তৎপরতা থাকলেও এ ধরনের ঘটনা কোন ভাবেই কমছে না বরং বেড়ে চলছে। এ বিষয়ে আইন শৃংঙ্খলা বাহীনিকে আরো কঠোর হওয়ার জন্য দাবী করেন এলাকাবাসী।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে এই প্রতিবেদককে জানায় যে, ঘটনার বিষয়টি জানার পর জরুরী ডিউটিতে কর্মরত পুলিশ অফিসার ও ফোর্স তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছিনতাইকৃত মিশুক গাড়ীটি উদ্ধার সহ অজ্ঞাতনামা ছিনতাইকারীকে সনাক্তের চেস্টা করে। অদ্যবধি ছিনতাইকৃত গাড়ীটি অজ্ঞাতনামা ছিনতাইকারীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে তবে ভুক্তভোগীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।