• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১২৬
বুধবার, ১২ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মেহেদী হাসান রাণীশংকৈল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১জুন) দুপুরে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক গোল্ডকাপ-
ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন ও ফারজানা আক্তারীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ স্কুলের সহকারী শিক্ষক গন ছাত্রছাত্রী বৃন্দ খেলোয়ার বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

উল্লেখ খেলায় মোট ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেওয়া হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন