• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

নিয়ন্ত্রণে ৬ ইউনিট, চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
বুধবার, ১২ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন হয়ে গেছে পুরো এলাকা। গার্মেন্টস থেকে বের হয়ে কর্মীরা ভিড় করেন আশপাশে।

গার্মেন্টসটির নিরাপত্তাকর্মী বিশ্বেন্দ্র দাশ বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, গার্মেন্টসের লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।


আরও সংবাদ

জরুরি হটলাইন