• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীরে ফের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
বুধবার, ১২ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় এক আধাসামরিক সেনা নিহত হয়েছে। বুধবার (১২ জুন) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুতে গভীর রাতে শুরু হওয়া দুটি গোলাগুলোর ঘটনা সকাল পর্যন্ত চলেছে।

এর মধ্যে ডোডায় হওয়া প্রথম বন্দুকযুদ্ধে ৫ জন সেনা এবং একজন বিশেষ পুলিশ অফিসার (এসপিও) আহত হয়েছেন। 

জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ আনন্দ জৈন বন্দুকযুদ্ধ নিয়ে একটি বিস্তারিত বিবরণ দিয়েছেন। ডোডায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে ছত্তরগালা এলাকায় একটি সেনা ঘাঁটিতে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি চালায়। তিনি বলেন, পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে তখন গোলাগুলি শুরু হয়।

 

এদিকে পুলিশ জানিয়েছে, গত সন্ধ্যায় কাঠুয়ায় হামলার ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। কাঠুয়ার হীরানগর এলাকায় দ্বিতীয় বিচ্ছিন্নতাবাদীর সন্ধানে নিরাপত্তা বাহিনী এখন ড্রোন ব্যবহার করছে।

বিচ্ছিন্নতাবাদীরা গ্রামবাসীদের বেশ কয়েকটি বাড়ি থেকে পানি চেয়েছিল। তখন গ্রামবাসীদের সন্দেহ হলে কিছু গ্রামবাসী সতর্ক হয় তখন তারা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে।

গুলিতে একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন, কিন্তু কাঠুয়ায় হামলায় তিনজনের মারা যাওয়ার খবর ভুয়া বলে জানিয়েছেন আনন্দ জৈন। 

তিনি আরো বলেছেন, ‘অনেক লোক আহত হয়েছে এবং তিনজন মারা গেছে বলে গুজব ছড়িয়েছে। তবে শুধু একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে, এর বাইরে জিম্মি হওয়া এবং মৃত্যুর বিষয়ে সব তথ্য গুজব।’ তবে গোলাগুলির সময় নিহত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য।

এডিজিপি জৈন কাঠুয়া হামলাকে একটি নতুন অনুপ্রবেশ বলে অভিহিত করেছেন।

দেশের নাম উল্লেখ না করলেও পাকিস্তানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা আমাদের শত্রু প্রতিবেশী, যারা সব সময় আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। এটি (হীরানগর সন্ত্রাসী হামলা) একটি নতুন অনুপ্রবেশ বলে মনে হচ্ছে।’ 

জম্মুতে এই দুটি সন্ত্রাসী ঘটনার মাত্র দুই দিন আগেই তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস রিয়াসিতে হামলার শিকার হয়েছিল। শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে রিয়াসিতে একটি বাসে হামলা চালায় বিচ্ছিন্নবাদীরা।

বাসের চালক যাত্রীদের নামাতে না দিলে সন্ত্রাসীরা গুলি চালায়, তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায় বলে বাস কম্পানির ম্যানেজার জানিয়েছেন। এ ঘটনায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, লস্কর-ই-তৈয়বার কমান্ডার আবু হামজার নির্দেশে এই হামলা চালানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন