বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে যৌথবাহিনীর সদস্যরা একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভাং পাড়া থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের।
এদিকে, বুধবার (১২ জুন) সকালে রুমা থেকে লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে রুমা থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে জানার জন্য রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বান্দরবানের অতিরিক্তি পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, রুমা উপজেলা থেকে অজ্ঞাত একটি লাশ যৌথবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই লাশের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, বান্দরবানের রুমা ও থানচি ব্যাংক ডাকাতির পরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়ে এখনো চলমান রয়েছে। এই পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেএনএফ সন্দিগ্ধ লাশের সংখ্যা ১২টি।