• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

একমঞ্চে আবারও নচিকেতা ও জয়

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এই বাংলাতেও তার গানের ভক্ত রয়েছে। গত বছর ঢাকায় একক কনসার্ট করে সংগীতের ৩০ বছর পালন করেন তিনি। এবার আবারও ঢাকায় গান শোনাতে আসছেন তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ২৬ জুলাই ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হবে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এবারের কনসার্টে তিনিও গান গাইবেন। জয় বলেন, ‘দাদার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ইতোমধ্যেই তার সঙ্গে আমার বেশকিছু কাজ করা হয়েছে। এবার আরও একবার এক মঞ্চে সংগীত পরিবেশনের সুযোগ পেলাম। আশা করি অসম্ভব সুন্দর একটি সন্ধ্যা কাটবে।’

আজব কারখানা আয়োজিত এই কনসার্টের টিকিট মূল্যও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। প্ল্যাটিনাম ৫০০০ টাকা, গোল্ড ৩০০০ হাজার টাকা ও সিলভার ১০০০ টাকায় পাওয়া যাবে।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক থেকেই সবাই টিকিট সংগ্রহ করতে পারবে বলে নিশ্চিত করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন