টালিউড টিভি ধারাবাহিকের পরিচিত মুখ সুস্মিতা দে। ব্যক্তিজীবনে অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। কয়েক মাস আগে বিয়ে করবেন বলে বাগদানও সেরেছিলেন তার। বিয়ের আনুষ্ঠানিক সম্পন্ন করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু এরই মধ্যে অনির্বাণ জানালেন, তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।
ভারতীয় খবর অনুযায়ী অনির্বাণ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে সম্পর্কে ইতি টানার বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, ‘সুস্মিতা দে প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন করবেন না আমাকে। ব্যক্তিগত কিছু কারণে আলাদা হয়েছি আমরা।’
অভিনেত্রী সুস্মিতার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের ঘোষণা দেয়ার পোস্টটি অবশ্য সময় লাগেনি ছড়িয়ে পড়তে। অল্প সময়ের মধ্যে সোশ্যালে ভাইরাল হতেই পোস্টটি সরিয়ে ফেলেন অনিবার্ণ। এমনকি এ ব্যাপারে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি সুস্মিতা।
এ টালি তারকা অবশ্য কিছুদিন আগেই জানিয়েছিলেন, তাদের বাগদান হয়েছে। বছর খানেকের মধ্যে বিয়ে হবে তাদের। কিন্তু এবার বিচ্ছেদের খবরে ভেঙে গেল ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মন।
জি বাংলার রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’য় অনিবার্ণকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা। অনুষ্ঠানে অনির্বাণকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
সুস্মিতাকে একাধিক দর্শকপ্রিয় টিভি ধারাবাহিকে দেখা গেছে। ‘পঞ্চমী’, ‘বউমা একঘর’, ‘অপরাজিতা অপু’র মতো ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।