মোঃ জমির হোসেন,স্টাফ রিপোর্টারঃ-
দেশের স্বনামধণ্য ব্যাবসায়ীক প্রতিষ্ঠান কে,বি গ্রুপের পক্ষ থেকে এবারো ও "পবিত্র ঈদ-উল-আযহা" উপলক্ষ্যে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে প্রায় ১০০০ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। কে,বি গ্রুপের চেয়ারম্যান ও কেন্দ্র কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য , মোঃ কামরুজ্জামা (বাবলু) ,বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নামাজ গ্রামের নিজ বাস ভবন থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে তিনি নিজে এবং তার পরিবারের সদস্যগণ অংশ নেন।
শনিবার (১৫জুন) সকাল ৯ টার দিকে তার নিজ বাস ভবনের সামনে শান্তিপূর্ণ ভাবে ঈদ সামগ্রী বিতরণে কে,বি গ্রুপের স্বেচ্ছাসেবী কর্মীরা অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে বিতরণ কার্যক্রম লক্ষণীয়। শান্তিপূর্ণ ভাবে বিতরণকৃত ঈদ সামগ্রী পেয়ে অসহায় মানুষগুলো বেশ খুশী,তারা এমন সুন্দর ব্যবস্থাপনার জন্য কে,বি গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু ) প্রশংসা করে।
বিতরণ কার্যক্রমে অন্য যারা অংশ নেন,
বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন , পৌর আহবায়ক-মোস্তাক হোসেন স্বপন, আলহাজ্ব রমজান আলী,কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ও কে বি গ্রুপের চেয়ারম্যান,মোঃ কামরুজ্জামান বাবলু, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভপতি এনমুল হক মুকুল, ,২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন ২নং ওয়ার্ডের যুবলীগের সহ- সভাপতি আব্দুর রাজ্জাক।
এদিকে,ঈদ উপলক্ষ্যে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে কে,বি গ্রুপ চেয়ারম্যান কামরুজ্জামান (বাবলু) বলেন, আমার পরিবারের অন্যান্য সদস্যগণের আর্থিক সহায়তায় আমরা এলাকার মানুষের দুর্দিনে পাশে দাড়াতে চেষ্টা করেছি মাত্র। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং গরীব অসহায়দের কিছুটা হলেও সামগ্রী চাহিদা পূরণে আমার পরিবার এবং আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান অতীতে দেশের ক্রান্তিকালে সাহায্যের হাত বাড়িয়েছিল,ঠিক সেভাবেই আগামীতে ও এর ধারবাহিকতা বজায় রাখতে চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সমাজে আমরা যারা স্বচ্ছল পরিবার আছি,সবদিন না হউক অন্তত যে কোন উৎসবের প্রাক্কালে অসহায়দের পাশে থাকার প্রত্যয় গ্রহণ করি"।
বিতরণ কার্যক্রম দৃশ্য ধারণে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক- মোঃ জমির হোসেন(ক্রীড়া বিষয়ক সম্পাদক) মোঃ সম্রাট হোসেন(সহঃ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) ও সর্বজন একতা প্রেসক্লাব বেনাপোল এর সদস্য।