• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

আসছে মাই স্পাইর সিক্যুয়েল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৯
শনিবার, ১৫ জুন, ২০২৪
অভিনেত্রী ক্লো কোলম্যান বাতিস্তা। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঈদকে কেন্দ্র করে হলিউডে এরই মধ্যে বেশকিছু নতুন সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। তার মধ্যে অন্যতম ‘মাই স্পাই’ সিনেমার সিক্যুয়েল হয়ে আসছে ‘মাই স্পাই : দ্য ইটার্নাল সিটি’। এটি ১৮ জুন বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

২০২০ সালে মুক্তি পাওয়া মাই স্পাই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ডেভ বাতিস্তা। এবারের সিক্যুয়েলেও দেখা যাবে তাকে। অ্যাকশন কমেডি ধাঁচে নির্মিত এ সিনেমায় ডেভকে একজন সাবেক ইউএস স্পেশাল ফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

যার প্রমাণ মাই স্পাই : দ্য ইটার্নাল সিটির ট্রেলারে পাওয়া গেছে। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের পুরোটাজুড়েই ছিল অ্যাকশনে ভরপুর। ডেভের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী ক্লো কোলম্যান।

যাকে এ সিনেমায় বাতিস্তার মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারে বাবা-মেয়ের খুনসুটিও দর্শকদের নজর কেড়েছে।

তারকানির্ভর ‘মাই স্পাই : দ্য ইটার্নাল সিটি’ সিনেমাটি নির্মাণ করেছেন পিটার সেগাল। গল্প লিখেছেন জন হোবার ও এরিখ হোবার।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন শ্যাল, কেন জং, অ্যানা ফারিস, ফ্লুলা বর্গ, ক্রেইগ রবিনসন, বেইলি ব্যারট ও পিটার বাটলার।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন