• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

জি৭ শীর্ষ সম্মেলনে এরদোয়ান

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৮
রবিবার, ১৬ জুন, ২০২৪
জি ৭ সম্মেলনে যোগ দিয়েছেন এরদোয়ান। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গত ১৩ জুন ইতালির পুগলিয়া অঞ্চলে শুরু হয়েছে জি৭ শীর্ষ সম্মেলন। যেখানে গাজা সংকট তুলে ধরতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট, রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর হিরিয়াট ডেইলি নিউজের।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন এরদোয়ান

তিন দিনের এ শীর্ষ সম্মেলনে গাজার জন্য কূটনৈতিক এবং মানবিক সহায়তা প্রচেষ্টা বাড়াতে তুরস্কের ভূমিকা তুলে ধরবেন তিনি।

আঙ্কারা জানিয়েছে, এরদোয়ান তার সফরের প্রথম দিনে ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে দেখা করেছেন।

বৈঠকে তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে সম্পর্ক, গাজায় ইসরায়েলের নৃশংসতা এবং তা বন্ধ করার বিষয়ে আলোচনা করবেন।

এরদোয়ান গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য জি৭ নেতাদের আহ্বান জানাবেন বলে আশা করা যাচ্ছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন