• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সবচেয়ে বেশি ‘তেতো স্বাদ’ মাহমুদউল্লাহর

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৩
মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
রান আউটের হতাশা নিয়ে সাজঘরে ফিরছেন মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে নেপালের বিপক্ষে টপ অর্ডার হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ দল। তখন ভালো একটা শুরু পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সাকিব আল হাসানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

ব্যাট হাতে মাত্র ১৩ রান করার পর এমন আউটের হতাশা ছিল তার চোখে মুখে। এমন ভালো শুরুর পর আউট হয়ে যাওয়া সব সময় হতাশার। আর রান আউটে সেই হতাশার মাত্র বেড়ে যায় কয়েকগুণ।

আর টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের মতো এমন অনুভূতি পেয়েছেন বিশ্বের আর একজন ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার রান আউট হওয়ার তার রেকর্ডে ভাগ বসিয়েছেন টাইগার এই ব্যাটার। তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেইলর।

সোমবার (১৭ জুন) আর্ন্স ভ্যাল গ্রাউন্ডে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে ক্যারিয়ারের ১১তমবারের মতো রান আউট হন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের রস টেইলরও সমান ১১ বার রান আউট হন।

মাহমুদউল্লাহ ও রস টেইলরের সমান রানে আউট হয়েছেন আরও একজন ব্যাটার। তিনি আইসিসি সহযোগী সদস্য রুয়ান্ডার উইলসন নিয়িতাঙ্গা।

রান আউটের এই তালিকায় বাংলাদেশিদের মধ্য শুধু মাহমুদউল্লাহ একা নন। রান আউটের ভুক্তভোগীদের এই তালিকায় তার দীর্ঘদিনের দুই সতীর্থ তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমও আছেন। দুজনই ৮ বার করে রান আউটের শিকার হয়েছেন।

সেন্ট ভিনসেন্টে মাহমুদউল্লাহর রানআউট হওয়ার সঙ্গী সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান আউট হয়েছেন ছয়বার। এ ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার পাঁচবারের বেশি রান আউট হননি।

তবে রান আউট হওয়ার ক্ষেত্রে এগিয়ে রুয়ান্ডার ব্যাটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ ব্যাটার অন্তত ১০ ইনিংসে রান আউট হয়েছেন। এদের মধ্য তিনজনই রুয়ান্ডার।

নিয়িতাঙ্গার দুঃখের সঙ্গী দেশটির দুই ব্যাটার কেভিন ইরাকোজে এবং অস্কার মানিশিমওয়ে। আফ্রিকার এই দুই ব্যাটারও ১০ বার রান আউটের কষ্ট নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন