রাজশাহীতে অপহরণের ১২ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ওই ঘটনায় শিহাবুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ জুন) দুপুরে র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২১ জুন) রাত আড়াইটার দিকে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি শিহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিহাবুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের একপর্যায়ে অবৈধ প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল শিহাবুল ইসলাম। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে নগরীর সাগরপাড়া মোড় থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার প্রেক্ষিতে র্যাব-৫ এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে শুক্রবার রাতে নগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে আসামি শিহাবুলকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার যুবককে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।