• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

সবারই মন ভাঙার গল্প থাকে: মেহজাবীন চৌধুরী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭০
শনিবার, ২২ জুন, ২০২৪
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন তিনি। নাটকে এখন আর সেভাবে দেখা না গেলেও গল্প পছন্দ হলে কাজ করেন তিনি। এবারের ঈদে তার একটিমাত্র নাটক প্রচার হয়েছে। ইউটিউবে মুক্তি পাওয়া এ নাটকের নাম ‘তিথিডোর’। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এরই মধ্যে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। নাটকে মেহজাবীনের চরিত্রের নাম নিশাত। নিজের চরিত্র ও গল্প নিয়ে  এ অভিনেত্রী বলেন, “‘তিথিডোর’ নাটকটি এরই মধ্যে ইউটিউবে প্রচার হয়েছে। সবাই খুব প্রশংসা করছে। বেশিরভাগ নারী এ নাটকের গল্পের সঙ্গে তাদের জীবনের কোনো একটি সময়ের মিল খুঁজে পাচ্ছে। কিন্তু গল্পটি শুধু নারীদের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। কারণ জীবনে সবারই কমবেশি মন ভাঙার গল্প থাকে। সেই সময়টি শুধু যে মোকাবিলা করে সেই বোঝে। সে ক্ষেত্রে শুধু নারীই নয়, পুরুষরাও সার্ভাইব করেন। সেই গল্প নিয়েই এ নাটক।”

বর্তমানে মেহজাবীনের প্রতিটি নতুন কাজেই একটি বার্তা থাকে। গল্প নির্বাচনে তার ভূমিকা নিয়ে জানতে চাইলে অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, এখন সময় পাচ্ছি ভেবে কাজ করার। যেটি আগে পারিনি। কারণ তখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম। সেভাবে ভেবে কাজ করার সুযোগ হতো না, এখন যেটি হয়। তাই আমি চেষ্টা করি, নতুন প্রতিটি কাজেই যেন নতুন কিছু থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই আমি গল্প নির্বাচন করি। কারণ শুধু জনপ্রিয়তা পেলেই তো হবে না, কাজটি যেন মানুষের উপকারেও আসে। দর্শকদের ধন্যবাদ। আমাদের এভাবে উৎসাহ দেওয়ার জন্য।’

এর আগে মেহজাবীন এক ফেসবুক স্ট্যাটাসে ডিপ্রেশন নিয়ে দর্শকদের জন্য সচেতনতামূলক একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার।’

আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন, তাহলে তো আর কথাই নেই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে। ডিপ্রেশন ইস রিয়েল, আমাদের আশপাশে অনেকেই এ রোগে ভুগছেন; কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না এবং এ কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে, তাহলে তার সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’ ‘তিথিডোর’ নাটকটির গল্প লিখেছেন জাহান সুলতানা। মেহজাবীন ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, আবুল হায়াত, শামীমা নাজনীনসহ অনেকে।


আরও সংবাদ

জরুরি হটলাইন