• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

হাকিমপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
রবিবার, ২৩ জুন, ২০২৪
হাকিমপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ; প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি( দিনাজপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়েছে।

রবিবার সকাল নয়টায় হিলি চারমাথা আওয়ামী লীগ দলীয় কার্যাল প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হারুন উর রশিদ হারুন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং জনাব মোঃ জামিল হোসেন চলন্ত দলীয় উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হারুন উর রশিদ হারুন উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমালা অর্পণ করেন। পরে সেখানে হাকিমপুর পৌর আওয়ামী লীগ এবং কলেজ ছাত্রলীগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এর পর সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন দোয়া পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান লিটন , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন প্রতাব হিলি পৌর সভাপতি মেয়র জামিল হোসেন চলন্ত , বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছদরুল ইসলামপ্রমুখ। আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন