• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন

আগেই হাল ছেড়ে দিয়েছেন সাকিব!

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
রবিবার, ২৩ জুন, ২০২৪
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আগামী মঙ্গলবার (২৫ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। দুদলের সমানে সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলার। তবে শেষ চারে ওঠার কোনো আশা দেখছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শনিবার ভারতের কাছে ৫০ রানে হেরে যায় বাংলাদেশ। এতে আর আশা দেখছেন না সাকিব।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘মনে হয় না ভারতের কাছে হারের পর আমাদের আর সেমিফাইনাল খেলার কোনো সুযোগ আছে। আবার এটাও ঠিক আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে আমাদের একটা সুযোগ রয়েছে। আমরা জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে চাই। আফগানিস্তান খুবই ভালো দল। ওদের হারিয়ে শেষ করতে পারলে ভালো লাগবে। ওদের বিরুদ্ধে আমাদের সেরাটা দিতে হবে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন ব্যর্থ, তার ব্যাখ্যা সাকিব বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হয়। না হলে সম্ভব নয়, আমরা পারিনি। দক্ষতা এবং শক্তির জায়গাগুলো ঠিকমতো ব্যবহার করতে পারিনি আমরা।’

বাংলাদেশ সাবেক অধিনায়ক আরও বলেন, ‘প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যে সাধারণ কাজগুলো করা দরকার, সেগুলো আমরা বেশিক্ষণ করতে পারিনি। এই বিশ্বকাপে আমাদের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমাদের বড় রান করার যথেষ্ট সম্ভাবনা ছিল। শেষ দু’ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজে খারাপ খেলিনি। তবে এই ধরনের পিচে ১৭৫ থেকে ১৮৫ রান করা উচিত ছিল আমাদের।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে খাতা-কলমে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে জটিল সেই সমীকরণে আস্থা নেই সাকিবের।

মাটিতে পা রাখতে চান তিনি। আর আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষটা রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন