রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ আওয়ামীলীগ’র ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবি বার পাংশা সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল পথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও রাজবাড়ীর জেলা আওয়ামীগী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ। উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি ও সাবেক মেয়র আব্দুল আল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম মৃধা ও ইউনিয়ন ও পৌর আওয়ামীলী সভাপতি সেক্রেটারী, যুবলীগ ছাত্রলীগ,কৃষকলীগ, চেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। সমাবেশে প্রধান অতিথী বলেন,রাজবাড়ীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কারখানা তৈরি করবো। সেখানে ৫ হাজার লোক চাকরি করবে। রেলের ইঞ্জিন ও বগি বাড়াবো। খুব তারাতারি ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ৮টা জেলাতে রেলপথ বাড়ানো হবে। রেলের সুবিধা মানুষের দৌরগোড়ায় পৌছে দেব।
সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে