• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

পাংশায় দু ভাই বোনকে সাপের কামড়

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
সোমবার, ২৪ জুন, ২০২৪
প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী): পাংশা উপজেলার কশবামাজাইল ইউনয়নের সুবর্ণখোলা গ্রামে রবিবার সন্ধার পরে রিফাত মন্ডল (১৬) ও তার বোন জান্নাতি খাতুন (৫) কে সাপে কামড় দিয়েছে। ওরা দুজন ওই গ্রামের উজির আলী মন্ডলের সন্তান। রিফাত ও জান্মাতির স্বজনরা সাপটিকে রাসেল ভাইপার বলে দাবি করলেও সাপটি আসলে কোন সাপ তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, রিফাত ও জান্নাতি সন্ধার পর নিজ বাড়ির বাহিরে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় দুজনকে সাপটি কামড়ে দেয়। কামড়ানোর পরে সিফাত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে দুজনকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তারা পাংশা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন