• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

পাংশার মাছপাড়ায় উপজেলা চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গ্রুপের সংঘর্ষ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৩
সোমবার, ২৪ জুন, ২০২৪
পাংশার মাছপাড়ায় উপজেলা চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গ্রুপের সংঘর্ষ ; প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো. আকাশ মাহমুদ (রাজবাড়ী):
পাংশায় উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর গ্রুপ

খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)

ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুজাউদ্দিন মৃধা গ্রুপের মধ্যে সংঘর্ষ।

সুজাউদ্দিন মৃধা

রবিবার সন্ধার পর মাছপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ সংগঠিত হয়। সংঘর্ষে দু গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে দু পক্ষের ৫ জনকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মাছপাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি সুজাউদ্দিন মৃধা বলেন, পাংশায় অনুষ্ঠিত আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী জন-সমাবেশ শেষ করে আসার পথে লাঠি সোটা ও হকিষ্টিক নিয়ে আমাদের উপর ওরা হামলা চালায়। এছাড়াও আমাদের সমর্থকদের একটি বেকারী এবং একটি টিভি ফ্রিজের দোকান ভাংচুর করেছে। আসলে আসন্ন মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর ছেলে শিশিলের বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বুড়ো চেয়ারম্যান আমার কর্মী সমর্থকদের উপর এ হামলা চালায়। ঘটনা সম্পর্কে পাংশা উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, পাংশার জন-সমাবেশ শেষ করে আমরা মাছপাড়া আসি। এরপর সুজাউদ্দিনের লোকজন ৫০/৬০ মটর সাইকযোগে আমার অফিস অতিক্রম করে চলে গিয়ে আবার ফিরে আসে। এসে বলে আমাদের বকাবাজি করলো কোন সালা। এ কথা বলে আমার লোকজনের উপর হামলা চালায়, সাথে কোথা থেকে যেন ওরা গড়ম পানি এনে আমার লোকজনের উপর ছুরে মারে। অথচ উলটো আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমি গত তিন দিন আগে পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ও সেকেন্ড অফিসার তারিকুল ইসলামকে বলেছিলাম যে, ওরা পায়ে পাঁড়া দিয়ে গেঞ্জাম করতে চাচ্ছে। যেন আমরাও গেঞ্জাম করি, আর সেই সুযোগে আমার ছেলের নামে মামলা করে নির্বাচন থেকে সড়িয়ে দিতে পারে। এটাই ওদের মূল উদ্দেশ্য। এদিকে এঘটনাকে কেন্দ্র করে মাছপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন