• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

শার্শা প্রথম মাসিক সভায় যোগদিলেন নব-নির্বাচিত চেয়ারম্যানগণ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৩৪
সোমবার, ২৪ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

শপথ গ্রহণের পর পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় যোগদিলেন যশোর জেলার শার্শা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান-মোঃ সোহরাব হোসেন,ভাইস চেয়ারম্যান-আব্দুর রহিম সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান-শামীমা আলম সালমা।

সোমবার(২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবণ সভাকক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই যোগদানের অভিষেক ঘটে। ঐ মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) নয়ন কুমার রাজবংশী, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত।

৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান,৫নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার,৬নং গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি,৭নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন,৯নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল সহ শার্শা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাসিক সভার ঐ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-মোঃ সোহরাব হোসেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন