• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোলহীন রেখেছে চিলি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৫
বুধবার, ২৬ জুন, ২০২৪
মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ আর্জেন্টাইনরা। ছবি : সংগৃহীত
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোপা আমেরিকার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডারও বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে সেই একই চিত্র।

বাংলাদেশ সময় বুধবার (২৬ জুন) সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলিয়ানদের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি মেসিরা। ফলে গোলশূন্যভাবে ম্যাচের প্রথমার্ধ। এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মেসিদের।

একাদশে ৩টি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে একাদশে ফেরানো হয় নিকোলাস গঞ্জালোসকে। আর নিয়ে লিয়ান্দ্রো পারেদেসের বদলে শুরুর একাদশে ফেরেন এনজো ফার্নান্দেজ। আর মার্কাস আকুনার জায়গায় একাদশে সুযোগ পান নিকোলাস ট্যাগলিয়াফিকো।

৪-৩-৩ ফরমেশনে চিলির বিপক্ষে শুরুর দিকে কিছুটা ধীরলয়ে খেলে আর্জেন্টিনা। বেশির ভাগ সময় বল ছিল মাঝমাঠে। এ সময় বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুদলই।

তবে ম্যাচের ২২ মিনিটে গোলের প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ডি মারিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নিকোলাস গঞ্জালেস বাঁ প্রান্ত দিয়ে বল ঢুকে পড়েন চিলির ছোট বক্সে।

সেখান থেকে কাট ব্যাকে তিনি বল দেন জুলিয়ান আলভারেজকে। কিন্তু ম্যানসিটির স্ট্রাইকারের দুর্বল শট লুখে নিতে কোনো সমস্যা হয়নি চিলির গোলকিপার ক্লাদিও ব্রাভোর।

৩৬ মিনিটে প্রথমবারের মতো গোলের প্রচেষ্টা নেন মেসি। ডি বক্সের বেশ বাইরে থেকে তার বাঁ-পায়ের দূরপাল্লার জোরালো শট চিলির গোলপোস্টে লেগে চলে যায় মাঠের বাইরে।

পরের মিনিটে গোল পেতে পারত আর্জেন্টিনার। মাঠে ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রস, ক্লিয়ার করতে গিয়েও প্রায় নিজেদের পোস্টে বল জড়িয়ে দিচ্ছিলেন চিলি এক ডিফেন্ডার। বল পোস্ট ঘেসে বাইরে চলে গেলে অল্পের জন্য আত্মঘাতী গোল থেকে বেঁচে যায় চিলি।

সারাদিনের সর্বশেষ খবর পেতে লেগে থাকুন প্রতিদিন খবরে


আরও সংবাদ

জরুরি হটলাইন