• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৬
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ইসলামিক ফাউন্ডেশন শরণখোলা আয়োজিত আজ(২৭.০৬.২০২৪) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন শরণখোলা উপজেলা ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদী আকুঞ্জি এর সভাপতিত্বে এবং এম.কে.এইচ. কিবরিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন’ শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জনাব, সুদীপ্ত কুমার সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম কামরুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেবব্রত সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল ফয়সাল, শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার জনাব এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা জনাব সদানন্দ হালদার, জনাব মোঃ আরাফাত হোসাইন ও জনাব মোঃ কবির হোসেন, এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক জনাব ইমাম হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ছানি ইমাম জনাব হাফেজ মাওলানা মুফতি মোঃ আবু ইউসুফ।

মোনাজাতে ৫২ র ভাষা আন্দোলনে সকল শহীদ এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা গণ ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এর কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সকল সদস্যবৃন্দ, বাগেরহাট ৪ আসনের মাননীয় সাংসদ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তা গন, সর্বোপরি বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন