• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
শনিবার, ২৯ জুন, ২০২৪
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হচ্ছে আজ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হচ্ছে আজ। সমাবেশ উপলক্ষে এরইমধ্যে বৃষ্টি উপেক্ষা করে প্রস্তুতি শুরু হয়েছে। সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরাও।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমাবেশে যোগ দিতে এরইমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রওয়ানা দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে।

 

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

 

 

এ ছাড়া দলটির পক্ষ থেকে ১ জুলাই মহানগরগুলোতে এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশের আয়োজন করা হবে।

শনিবার (২৯ জুন) দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। প্রায় আট মাস পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৬ জুন বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন