• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

জামিনে মুক্তি পেয়েই’ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা: আবু সাইদ চাঁদ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৬
রবিবার, ৩০ জুন, ২০২৪
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মামলা থেকে জামিন পেয়েছেন।

রোববার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে বের হন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। এসব মামলা থেকে পর্যায়ক্রমে তিনি জামিন পাচ্ছিলেন। সবশেষ মামলার জামিনের কাগজ আজ সকালে আদালত থেকে কারাগারে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার ত্যাগ করেন।

২০২৩ সালের ১৯ মে রাজশাহী জেলার বানেশ্বরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন আবু সাঈদ চাঁদ। ওই বক্তব্যের জেরে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ২৫ মে তাকে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন