মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
যশোরের শার্শা থানার ০৫ দিন ধরে মোঃ মোস্তফা হোসেন (১৩) নামের এক শিশু নিখোঁজ রয়েছেন। তার পিতার নাম মোঃ আব্দুর রাজ্জাক,তার গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা থানার পান্তাপাড়া,গ্রামে।
তার গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল পাঞ্জাবি ও পায়জামা শিশুটি যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলতেন।
গত ২৬ জুন বেলা ৩ টার আমড়াখালি থেকে তার বাবা যশোর-বেনাপোল বাসে উঠিয়ে দেয়। পরবর্তীতে তার সাথে আর পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। সে মুড়গাছা সালামতপুর হাফিজিয়া মাদ্রাসায় পড়ে সেখানে যোগাযোগ করে জানা যায় সে মাদ্রাসাতে যায়নি।
তার বাড়ি ও বাড়ি আত্মীয় স্বজনরা তার বিভিন্ন জায়গায় খোঁজাখুজির করেও, তার এখনো পর্যন্ত কোনো সন্ধান পায়নি।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকলে। দয়া করে একটু যোগাযোগ করবেন এই নাম্বারে। তার পিতা : আব্দুর রাজ্জাক
( মোবা: 01409219694)(আঃ রহিম)এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।