আসিফ বিল্লাহ,
জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে মিথ্যা মামলা ও গ্রেফারের প্রতিবাদে আজ বিকাল ৩টা থেকে মাদারগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ রাজপথে অবস্থান গ্রহন করে।মাদারগঞ্জ উপজেলার প্রবেশমুখে অবস্থান নেওয়ার কারণে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ করে দিয়েছে।দফায় দফায় মিছিল হচ্ছে।স্লোগানে মুখরিত পুরো মাদারগঞ্জ উপজেলা।মাদারগঞ্জ উপজেলার সাধারণ জনগণ এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে বিপ্লব ঘটিয়ে হরতালের ঘোষণা দিয়েছেন।
আগামী ২জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছেন তারা।তাদের মতামত সংগ্রহ করতে গেলে তারা বলেন যে-
রিমু ভাই আমাদের চেয়ারম্যান। উনি জনতার চেয়ারম্যান। উনাকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে রাজপথ থেকে সরবেন না তারা।তারা আরও বলেন-তিনি আমাদের জন্য লড়তে চেয়েছেন,তিনি আমাদের সমিতির আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে দিতে চেয়েছেন এটাই কি তার অপরাধ?
মাদারগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের একটায় চাওয়া তার মুক্তি যদি মুক্তি দেওয়া না হয় তাহলে এই উপজেলার অবস্থা খুব খারাপ হতে পারে।