• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

শার্শায় বাগআঁচড়ায় আলমগীর কবির নামে এক পশু চিকিৎসক সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৫
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
যশোরের শার্শার বাগআঁচড়া বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে।শুক্রবার (৫ জুলাই) সকাল আনুমানিক ১০ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত আলমগীর করির কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। এসময় বাগুড়ী মুড়ির মিল মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নং একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি দুমড়েমুছড়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি আরও জানান।


আরও সংবাদ

জরুরি হটলাইন