• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

‘কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল’

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৯
রবিবার, ৭ জুলাই, ২০২৪
ডিআরইউ মিলনায়নে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, চূড়ান্ত রায় না আসলে এ নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়নে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। এটি স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলন নিয়ে দেশে ও দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছে অনেকে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের বাক স্বাধীনতা। এতে প্রতীয়মান হয় দেশে অধিকার চর্চার সুযোগ অবারিত।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন