• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

আধা ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৪
রবিবার, ৭ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মেট্রোরেল। আজ দুপুর ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীসহ মাঝপথে বন্ধ হয় যায় মেট্রোরেল। দুপুর ৩টার দিকে আবার চালু হয় মেট্রোরেল।

রোববার (৭ জুলাই) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া এর মাঝখানে ট্রেনের বিদ্যুৎ সংযোগ চলে গেলে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

ডিএমটিসিএল প্রথমে জানিয়েছে, ‘দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।

এর আধাঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।’

মেট্রোরেলের একাধিক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচল আধা ঘণ্টার মতো বন্ধ ছিল।

তারা জানান, দুপুর আড়াইটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৩ টার দিকে আবার রেল চলাচল শুরু হয়।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন