• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বানের পানিতে ৭৮ বিদ্যালয় সিরাজগঞ্জের

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬১
রবিবার, ৭ জুলাই, ২০২৪
বন্যার পানিতে নিমজ্জিত সিরাজগঞ্জ সদরের ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চলতি বন্যায় সিরাজগঞ্জের ৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বানের পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ জানান, জেলার ৫ উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও আইসিটি রোজিনা আক্তার বলেন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে জেলার ১৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে  চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন