ট্রেন (পুরোনো ছবি)
সিলেট রেলওয়ে স্টেশনের আউটারে তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুলাই) সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলাম প্রতিদিন খবর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ওয়াগন স্টেশনে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপরেই থেমে যায়। যার জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ কাজ চলছে।