এম.কে.এইচ. কিবরিয়াঃ শরণখোলার গোলবুনিয়া (আরনঘাটা) নিবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সেলিম হাওলাদার গতকাল(০৫.০৭.২০২৪) ইং তারিখ দিবাগত রাত ৩:০০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ(০৬.০৭.২০২৪) ইং তারিখ শনিবার বিকেল ৫:৩০ মিনিটে গার্ড অফ অনার প্রদান করা হয়।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম কামরুজ্জামান খান এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় গার্ড অফ অনার পর্যবেক্ষণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ। উপস্থিত ছিলেন, শরণখোলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার জনাব এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার জনাব হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন।
মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল এর নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধাদের একটি বিশেষ টিম ।
গার্ড অফ অনার শেষে বীর মুক্তিযোদ্ধা জনাব সেলিম হাওলাদার এর নামাজে জানাজা প্রদান করে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।