• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮০
সোমবার, ৮ জুলাই, ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নরসিংদীর রায়পুরার ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তবে নিহতরা পথচারী নাকি ট্রেনের যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার মেতিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল একটি ট্রেন। ওই সময় হঠাৎই ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। কিন্তু তারা কীভাবে কাটা পড়েছেন সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

নরসিংদীর স্টেশন মাষ্টার এটিএম মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তবে তারা কীভাবে কাটা পড়েছেন তা বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন