মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
রবিবার(৭ জুলাই) “বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সভার ভোট যুদ্ধে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন-শামীমা আলম সালমা(নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান,শার্শা উপজেলা,যশোর) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-মনিকা হাসান(মহিলা ভাইস চেয়ারম্যান,সাভার,ঢাকা)। বিএমভিসিএ কার্যালয়,বেইলি রোড,রমনা,ঢাকা-১২১৭ থেকে এ তথ্য জানা গেছে।
“একা হলে হারি,এক হলে পারি” এমন শক্তিশালী শ্লোগান নিয়ে বিএমভিসিএ’র পথ চলা। একটি গাড়ি, একটি অফিস আর একজন পিয়ন দিয়েই কার্যত চলছে উপজেলা পরিষদ।
বহুমুখী প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না উপজেলা পরিষদ। সংসদ সদস্য এবং ইউএনও’র নিয়ন্ত্রণের বাইরে যেতে পারছেন না উপজেলা চেয়ারম্যানরা। এমন অনেক সমস্যা থেকে নিজেদের কার্যভার নিয়ন্ত্রণে রাখতে এসোসিয়েশন গঠনের মূল কারণ বলে জানা যায়।
সংগঠনটির গতিশীলতা বৃদ্ধির লক্ষে ঢাকার বেইলি রোডে অবস্থিত বিএমভিসিএ’র ঐ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সারা বাংলাদেশ থেকে নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়াম্যানগণ যোগদেন। এসোসিয়েশনের কার্যকারিতা চলমান রাখতে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনটি’র গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১২ এর খ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
পদের অনুকূলে কমিটি’র অন্যান্য যাঁরা নির্বাচিত হয়েছেন-
সহঃসভাপতি-সানজিদা রহমান(শ্রীপুর উপজেলা,গাজীপুর),রেশমা জামান(কেরানীগঞ্জ উপজেলা,ঢাকা),সুলতানা রাজিয়া(তেতুলিয়া উপজেলা,পঞ্চগড়),ফারহানা ইয়াসমিন ইতি(লোহাগড়া উপজেলা,নড়াইল),আফরোজা আক্তার(ধামরাই উপজেলা,ঢাকা)।
যুগ্ম সাধারণ সম্পাদক-সাহিদা আক্তার(গৌরনদী উপজেলা,বরিশাল),ঝুমুর আলম(সদর উপজেলা,যশোর)।
সাংগঠনিক সম্পাদক-খায়রুন আক্তার(চুনারুঘাট উপজেলা,হবিগঞ্জ),রোমেনা আক্তার(সদর উপজেলা,কক্সবাজার),নাসিমা আক্তার(চৌগাছা উপজেলা,যশোর)।
দপ্তর সম্পাদক-ববিতা বেগম(কালিয়া উপজেলা,নড়াইল)।
প্রচার সম্পাদক-পপি খাতুন(পবা উপজেলা,রাজশাহী)।
সংগঠনটি’র নব-নির্বাচিত সভাপতি-শামীমা আলম সালমা মুঠোফোনে বলেন- “জনগণের ভোটে নির্বাচিত হয়েও আমরা উপজেলা চেয়ারম্যানরা অনেকটাই এতিম। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কাছেও অনেকাংশে জিম্মি স্থানীয় সরকারের এই স্তরটি। এসবের পাশাপাশি কাঠামোগত ত্রুটি এবং আইনি দুর্বলতার কারণে উপজেলা পরিষদ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, প্রভাব ও চাপমুক্ত করতে হবে এই প্রতিষ্ঠানকে। অন্যথায় নির্বাচনের মাধ্যমে বিজয়ী নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তেমন কিছুই করতে পারবেন না”।