• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

গভীর রাতে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৩
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি। প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

লক্ষ্মীপুর সদর উপজেলায় বাসার ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ঢুকে নাজমুন নাহার নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুন নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা নিহতের দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। নাহারের স্বামী নুরুজ্জামান সৌদিতে থাকেন। নাহার একাই বাসায় থাকেন। সোমবার রাতের কোনো একসময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়।

খবর পেয়ে সকাল ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাহারের মেয়ে জামাই দুবাই প্রবাসী মো. নজীর বলেন, আমার শাশুড়ি একাই বাসায় থাকতেন। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে তার শাশুড়িকে হত্যা করেছে। বাসায় থাকা স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা  প্রতিদিন  খবর   বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন