• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

হাকিমপুরে বোয়ালদাড় ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৩
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হিলি দিনাজপুর প্রতিনিধি
হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতি গ্রস্থ ১৬৭ জন কে ২০ কেজি করে চাল বিতরণ হয়েছে
খুশি দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ১শত ৬৭ টি দরিদ্র, অসহায় পরিবার। তাদের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৯জুলাই ) দুপুর সাড়ে বারোটায় টায় বন্যায় ক্ষতি গ্রস্থদের বোয়ালদাড় ইউপি চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম।

এসময় প্যানেল চেয়ারম্যন নাজমুল হুসাইন, তদারকি অফিসার মোঃ রিয়াজুল ইসলাম সহকারি পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় , প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বাবু, মোঃঅমেদ আলী, মোছাঃ বুলবুলি খাতুন মোছাঃ পপি বেগম,মোঃ মশিউর রহমান বকুল,মোঃশাহিনুর আলম,মোঃ মুশফিকুর রহমান, মোঃ নাজমুল হোসেন, মোঃ মোতালেব হোসেন মোঃ সানোয়ার হোসেন , মোঃ মাসুদ রানা মোছাঃ শিউলি আক্তার, তাদের উপস্থিতিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১শ ৬৭ টি পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে।
উপহারের চাল নিতে আসা এনতাজ হোসেন বলেন বলেন, বরষার দিনে চালপেয়ে আমি খুব খুশি, প্রধান মন্ত্রীর আল্লাহ ভালো করুক। বাড়িত নাতিপুতি আছেবর্ষাত খুব ভালো হইছে ।
চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, আজকে আমাদের নয়ন মনি আস্থার শেষ ঠিকানা জন নেত্রী শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী উনি আমার ইউনিয়নের ১৬৭ জনকে ২০ কেজি করে চাল দিয়েছেন সেই চাল আমি বিতরণ করছি এই চাল পেয়ে তারা যথেষ্ট উপকৃত হয়েছে এবং তারা আনন্দিত তারা সরকারের সুনাম করছে পাশাপাশি এরকম চাল প্রদান যেন অব্যাহত থাকে তারা সেটা চাচ্ছে ।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন