• রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

নদীতে পড়ে প্রাণ গেলো দুই বছরের শিশুর

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৭
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নাটোরের সিংড়ায় মামাবাড়িতে বেড়াতে এসে আজমাইল ইফতেদার গালিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু গালিফ উপজেলার গোবিন্দনগর গ্রামের রেজাউল করিমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শিশু গালিফ তার মায়ের সঙ্গে মহেশচন্দ্রপুর গ্রামে মামাবাড়িতে বেড়াতে আসে। আজ সকালে সে পরিবারের সদস্যদের সঙ্গে আত্রাই নদীপাড়ে যায়। এসময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে ভেসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন