চাঁদপুরের হাইমচরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ১টায় চান্দ্রা ইউনিয়নের জবর ঢালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দ্বীন মোহাম্মদ খানের ছেলে সাইফুল ইসলাম ও নুরুল ইসলাম খানের ছেলে শাহীন খান।
জানা যায়, সাইফুল ও শাহীন দুজন মোটরসাইকেলে করে চাঁদপুর থেকে ফিরছিল। পথিমধ্যে জব্বর ঢালীর মোড় নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সদর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা সাইফুল ইসলাম ও শাহীন খানকে মৃত ঘোষণা করেন।
সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে