ভারতের মুম্বাইয়ের রাতভর বৃষ্টিতে রাস্তাঘাট ও রেললাইন তলিয়ে গেছে। এ ছাড়া নিচু এলাকায় দোকান ও বাড়িঘরে পানি উঠে গেছে।
শুক্রবার (১১ জুলাই) সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর বৃষ্টির পর ভোরে আরও বৃষ্টির তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ৩৯ মিনিটি পর্যন্ত বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখা যায়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ আরও বাড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেলে আরও একটি উচ্চ জোয়ারের সম্ভাবনা রয়েছে। ফলে মুম্বাই ও আশপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই ও পালঘরে হলুদ সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কবার্তা দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে। এ ছাড়া থানে ও নভি মুম্বাইয়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি আরও গুরুতর পরিস্থিতির পূর্বাভাস দিয়ে থাকে।
গত সপ্তাহ ধরে, মুম্বাই ভারি বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা, যানজট, এবং ট্রেন ও ফ্লাইট বিঘ্ন ঘটছে। করছে। তবে মুম্বাই বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, আজকে এখনও পর্যন্ত কোনো ফ্লাইটে বিঘ্ন ঘটেনি।
ভারতের অন্যতম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স যাত্রীদের যানজট ও সম্ভাব্য দেরির বিষয়ে সতর্ক করেছে। এ ছাড়া তারা নিয়মিতভাবে ফ্লাইট স্ট্যাটাস পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাত এবং যানজটের কারণে ফ্লাইট প্রভাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে ফ্লাইটের স্ট্যাটাসের ওপর যাত্রীদের নজর রাখতে বলেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
এর আগে গত সোমবার শহরে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডং করা হয়। এর ফলে শহরজুড়ে ট্রেন এবং ট্রাফিক ব্যবস্থা প্রভাবিত হয়। এ সপ্তাহের প্রথমদিনে লক্ষাধিক যাত্রী সড়কে আটক পড়েন এবং মর্নিং সেশনের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।