নাটোরের গুরুদাসপুরে ৩৫ বছর ইমামতি করার পর রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মাওলানা মো. মোতালেব হোসেনকে।
শুক্রবার (১২ জুলাই) উপজেলার চাঁচকৈড় কাঁচারিপাড়া জামে মসজিদে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তাকে ঘোড়ার গাড়িতে করে বিদায় দেন মুসল্লিরা।
গাড়িতে ওঠার আগে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির সামনে-পেছনে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ৫ কিলোমিটার দূরে ইমামের বাড়িতে দিয়ে আসেন এলাকাবাসী।
এর আগে জুমার নামাজের পর ইমাম মোতালেব হোসেনের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শামসুল হক শেখ।
ইমাম মোতালেব হোসেন বলেন, ১৯৮৯ সাল থেকে এই মসজিদে ইমামতি করছি। ৩৫ বছরের বিদায় বেলায় এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ।
মসজিদ কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বরকত আলী বলেন, ইমামকে রাজকীয়ভাবে বিদায় দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।