নাইজেরিয়ায় প্লাতেউ রাজ্যে একটি দোতলা স্কুলে ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সকালে নাইজেরিয়ার প্লাতেউ রাজ্যের সেন্টস একাডেমি কলেজ নামের একটি স্কুল ধসে পড়ে। এতে ২২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। আর নিখোঁজ রয়েছে শতাধিক শিক্ষার্থী। ধসে পড়া স্কুলটিতে প্রাথমিকভাবে ১৫৪ জন শিক্ষার্থী চাপা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হয়।