• বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান, ফিরবে কি ২০০৭ বিশ্বকাপের স্মৃতি?

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

শনিবার রাত ১০টায় বার্মিংহ্যামের এজবাস্টনে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হওয়া ৬ দলের প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ জয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। অন্যদিকে, ৫ ম্যাচে ২ জয় নিয়ে সেমিতে উঠলেও টেবিল টপার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।

ক্রিকেটের তুমুল উত্তেজনাকর এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এতে টানটান উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে ভারত শিরোপা ঘরে তুলে। এবার কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। পাকিস্তান এবার কি পারবে সেই স্মৃতি ফিরিয়ে শিরোপা ঘরে তুলতে?

ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।


আরও সংবাদ

জরুরি হটলাইন