• মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

পলিথিনে মোড়ানো উদ্ধার সেই নবজাতকের চিকিৎসা চলছে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বরগুনায় পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার এক নবজাতক কন্যা শিশুর চিকিৎসা চলছে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

গত বৃহস্পতিবার বরগুনা জেনারেল হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের মধ্যে চলাচলকারী সড়কের ডাস্টবিনের পাশ থেকে পলিথিনে মোড়ানো ওই নবজাতককে উদ্ধার করা হয়।

হাসপাতালের হারুন নামে একজন পরিচ্ছন্ন কর্মী নবজাতক শিশুটিকে উদ্ধার করে। এ সময় শিশুটির শরীরে পিঁপড়া উঠেছিল।

ডা. তাসকিয়া সিদ্দিকী জানান, শিশুটির পরিচর্যা ও চিকিৎসা চলছে। রবিবার সমাজসেবা বিভাগের মাধ্যমে শিশু কল্যাণ বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। শিশুটিকে দত্তক নিতে ৫-৭টি পরিবার আবেদন করেছে।

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, রবিবার শিশু কল্যাণ বোর্ডের সভায় আবেদনগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন