বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসারের খবর নিয়ে চিন্তিত তাঁর ভক্ত ও সহকর্মীরা। হিনা খানকে নিয়ে উদ্বেগের মধ্যে এল আরেকটি দুঃসংবাদ। ক্যানসার কেড়ে নিল ভারতের আরেক ভারতীয় জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ। তিনি কন্নড় অভিনেত্রী অপর্ণা ভাস্তারে। তিনি ছিলেন একজন সঞ্চালকও।
অভিনেত্রীর স্বামী জানান, অপর্ণা ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন, যা দুই বছর আগে জুলাই মাসে ধরা পড়ে। চতুর্থ স্টেজে ছিলেন তিনি।
এরপর ‘ইলাদা মেলে’ ও ‘প্রীতি ইলাদা মেলে’র মতো হিট সিরিয়ালে কাজ করেন অপর্ণা। কন্নড় ভাষায় নম্মা মেট্রোয় কণ্ঠ দিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সতীর্থ পদ্মজা রাও। প্রয়াত অভিনেত্রী অপর্ণার সঙ্গে বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি।
ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কামাগালুরুর কাদুর তালুকের পানাচানাহল্লিতে জন্ম অপর্ণা ভাস্তারের। বড় হয়েছেন বেঙ্গালুরুতে। তাঁর বাবা ছিলেন কন্নড় প্রকাশনার একজন সিনেমা সাংবাদিক।