• শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

প্রশ্নফাঁসে জড়িত আ.লীগ নেতা বহিষ্কার

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৩
শনিবার, ১৩ জুলাই, ২০২৪
সদ্য বহিষ্কৃত আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মিজানুর রহমানকে (সহসভাপতি, আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনিরহাট) স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন