• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

কোটা সংস্কারের দাবিতে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৫
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলার সামনে থেকে পথযাত্রা শুরু করে। পথযাত্রাটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গোলাপশাহ মাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে টিএসসিতে এসে মিলিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে বঙ্গভবনের অভিমুখে রওনা করবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা।

এসময় গণপদযাত্রায় সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কার করার দাবি জানান জবি শিক্ষার্থীরা।

 

 

কোটা সংস্কারের দাবিতে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

 

 

আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে গণপদযাত্রা করছি। রাষ্ট্রপতির কাছে স্বারক পাঠাতে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছি। আমরা চাই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সে বিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি চলছে। আমরা এর যৌক্তিক সমাধান চাই। আমরা আজকের পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতির প্রতি দাবি জানাচ্ছি যে অতি দ্রুত সংসদে জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।

 

 

সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে


আরও সংবাদ

জরুরি হটলাইন