• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৮
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সিরাজগঞ্জে যমুনা নদীতে সরকার নির্ধারিত মহালের বাইরে থেকে বালু উত্তোলন করায় ৫ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া গ্রামে যমুনা নদীতে এ অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার ভলকুটিয়া গ্রামের মহর প্রামানিকের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫০), একই জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আলামিন (২৯), সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মো. কালামের ছেলে মো. সবুজ (২৫) ধানবান্ধি মহল্লার খলিলুর রহমানের ছেলে মো. রুবেল ভূইয়া (৪৫) ও টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার চিতুয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে রহিম বাদশা (৩০)। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রকিবুল হাসান বলেন শনিবার দুপুরে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ক্রসবার-১ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মহালের সীমানার বাইরে বালু উত্তোলন করায় ৫ জনকে আটক করা হয়। আটকের পরে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন