মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চলছে লাতিন ফুটবলেরে শ্রেষ্টত্বে আসর কোপার ফাইনাল। নানা ঝামেলার পর শুরু হওয়া কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ অবশ্য ১১৩ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য তবে তারপরই গোল করলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। আর তাতেই টানা তিনটি মেজর শিরোপা নিজেদের করে নিল আর্জেন্টিনা ফুটবল দল।
সোমবার (১৫ জুলাই) হওয়া ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয় হাফের ৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে শিরোপা জেতালেন বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। আর এতে রেকর্ড ১৬তম ট্রফি জিতলো আলবিসেলেস্তেরা।
মার্তিনেজের গোলের আগে ম্যাচ জুড়ে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পুরো অসহায় দেখা গেছে। আধিপত্য কলম্বিয়ারই ছিল। ম্যাচপূর্ব বিপর্যস্ত ছিল আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ম্যাচ শুরুর আগেই কলম্বিয়ার উগ্র ভক্তদের তোপে পড়েন আর্জেন্টিনা ভক্তরা। পুরো ম্যাচেই কলম্বিয়ার শারীরিক ফুটবল আর প্রেসিংয়ের কাছে অসহায় হয়ে ছিল আর্জেন্টিনার রক্ষণভাগ। তবে ম্যাচে ছেড়ে কথা বলেননি মেসিরাও।
ইনজুরিতে ৬৩ মিনিটে উঠে যাওয়ার আগ পর্যন্ত মেসি ও ডি মারিয়ার কাউন্টার অ্যাটাক ব্যতিব্যস্ত রেখেছে কলম্বিয়াকেও।
সারাদিনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন ‘প্রতিদিন খবর’ ওয়েবসাইটে