• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭২
সোমবার, ১৫ জুলাই, ২০২৪
ছাত্রলীগের হামলায় আহত জাবি শিক্ষার্থী। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছলে এ হামলা চালানো হয়।

জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেনসহ কয়েক শিক্ষার্থীর মাথা ফেটে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন