• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় মুগদা মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৫
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তারা এ বিক্ষোভ করেন।

সকাল সাড়ে ৯টা থেকে কমলাপুর বিশ্বরোডে মুগদা মেডিকেল কলেজের গেটের সামনে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা ‘রক্ত ঝরেছে আমার ভাই, বসে থাকার সময় নাই দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত কোটা প্রথা নিপাত যাক’ এমন নানা স্লোগানে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে থেমে থেমে চলছে যানবাহন।

 

উল্লেখ্য সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ বাঁশ হকিস্টিক, স্ট্যাম্প ইত্যাদি নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। সেসময় কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোটা দেখা যায়।

একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন। বিকাল সাড়ে ৩টার দিকে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত তিনশ শিক্ষার্থী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন