• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

কোটা আন্দোলনে হামলাকারীদের বর্জনের ডাক বুটেক্স শিক্ষার্থীদের

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৮
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে সামগ্রিক বর্জনের ঘোষণা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ৪৫ থেকে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বর্জনের ডাক দেন।

নিজেদের বিভাগ ও ব্যাচ উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে দেওয়া পোস্টে লিখেন, ‘কোনো শিক্ষার্থী যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকা অথবা হামলাকারীদের সহযোগিতা বা তাদের ডিফেন্ড করার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমাদের ব্যাচ থেকে বর্জন করব। এ ছাড়া আমাদের সঙ্গে কোনো প্রকার ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ছাড়াও সন্ত্রাসীরা ঢাবি ছাত্রীদেরও মারধর এবং রক্তাক্ত করে।


আরও সংবাদ

জরুরি হটলাইন